নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ ডিসেম্বর৷৷ তেলিয়ামুরায় প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা এবং ব্লক ভিত্তিক কৌশল্যমেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে৷ মেলার আনুষ্ঠানিক সূচনা করেন তফসিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী ভগবান দাস৷
প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা এবং ব্লক ভিত্তিক কৌশল্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তপশিলি জাতি এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, তেলিয়ামুড়া ব্লক উন্নয়ন আধিকারিক দেবপ্রিয়া দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা৷ এদিনের এই অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীর হাত ধরে আদর্শ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করা হয় এবং গ্রাম পঞ্চায়েত এলাকার বেনিফিশিয়ারিদের মধ্যে মোরগের ছানা এবং বিভিন্ন বাসনপত্র বিতরণ করা হয়েছে৷ পরবর্তীতে কৌশল্য মেলায় অংশগ্রহণকারী সহ সহায়ক দলের বিভিন্ন স্টলগুলি পরিদর্শন করেন মন্ত্রী৷ এদিনের এই অনুষ্ঠানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে বিগত বাম আমলে ভালো রাস্তাঘাট পর্যন্ত ছিল না৷ রাজ্যে ২৫ বছর একনাগারে একটা সরকার ক্ষমতায় ছিল৷ এর আগে আরেকটি সরকার ১০ বছর ক্ষমতায় ছিল৷ কিন্তু শুধু বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত নয় মোহরছড়া গ্রাম পঞ্চায়েত, পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত গুলোর যে উন্নয়ন হওয়ার কথা ছিল তার উন্নয়ন করতে সম্পূর্ণ ব্যর্থ ছিল পূর্বতন সরকার৷ গরিব মানুষদের নিয়ে মিছিল মিটিংয়ে হাটানো ছিল তাদের মূল কাজ৷ রেগার কার্ড দেওয়ার নাম করে, বিপিএল কার্ড দেওয়ার নাম করে, ভাতা দেওয়ার নাম করে যেভাবে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার গরিব মানুষকে মিছিল মিটিংয়ে হাটিয়েছিল ২০১৮ বিধানসভা নির্বাচনে মানুষজন তার যোগ্য জবাব দিয়েছেন৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৭০০ টাকার ভাতাকে ১,০০০ হাজার টাকা করা হয়েছে৷ বর্তমান সরকার ভিষণ ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী ভাতা ২,০০০ টাকা করা হয়েছে৷এদিনের এই অনুষ্ঠানে প্রধান বক্তার ভাষনে মন্ত্রী ভগবান দাস বলেন, বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের প্রতিটা দপ্তরের বিভিন্ন উন্ননমূলক কর্মযজ্ঞের কাজ দুর্বার গতিতে চলছে৷ আগামীদিন আরো অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে৷ তাছাড়া মন্ত্রী বলেন আগামী দিনে আমরা আরো অনেকগুলি গ্রাম পঞ্চায়েতকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় নিয়ে আসব৷ এর জন্য চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে৷ তাছাড়া মন্ত্রী বলেন রাজ্যের উন্নয়নে রাজ্যের উন্নয়নমুখী সরকার সর্বদা কাজ করে যাচ্ছে৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷৷
2022-12-28