ফিরে দেখা ২০২২, বিষয় : রাজনৈতিক বিষয়ক

গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২২। বিদায়ী এক বছরে গোটা বিশ্বে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২২-এর ফ্ল্যাশব্যাকে রাজনীতি বিষয়ক কয়েকটি খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার …

গুয়াহাটি, ১ জানুয়ারি (হি.স.) : অসমে রাজনৈতিক, প্রশাসনিক, ব্যবসায়ী, ছাত্রনেতা প্রমুখের জন্য প্রদত্ত ব্যক্তিগত দেহরক্ষী (পিএসও) প্ৰত্যাহারের সিদ্ধান্ত হিমন্তবিশ্ব শর্মার ক্যাবিনেট।
আগরতলা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বিধায়ক এবং বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন সুদীপ রায়বর্মণ এবং আশিসকুমার সাহা। এদিন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে তাঁরা বিধায়ক পদে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। সাথে বিজেপির প্রদেশ সভাপতির কাছেও দলের প্রাথমিক সদস্যতা থেকে পদত্যাগ দিয়েছেন বলে পত্রও পাঠিয়েছেন তাঁরা।
গুয়াহাটি, ২৭ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি পদে রজত চক্রবর্তী নিয়োজিত।
গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : গুজরাটের সুরাট থেকে ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে অসমের গুয়াহাটিতে পৌঁছেছেন শিবসেনার ‘বিদ্রোহী’ বিধায়ক ও নেতা একনাথ শিন্ডে। তাঁরা গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে উঠেছেন।
গুয়াহাটি, ২৯ জুন (হি.স.) : আটদিন রেডিসন ব্লুতে অবস্থান করে এদিন বিকেলে চার্টার্ড বিমানে গোয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন একনাথ শিন্ডে সহ ৪২ জন শিবসেনা বিধায়ক।
গুয়াহাটি, ২৩ আগস্ট (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার দায়েরকৃত এক ফৌজদারি মানহানি মামলার পরিপ্রেক্ষিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমন জারি করেছে গুয়াহাটিতে অবস্থিত কামরূপ মেট্রো মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর আদালত। আগামী ২৯ সেপ্টেম্বর মণীশ সিসোদিয়াকে সিজেএম আদালতে সশরীরে হাজির থাকতে বলেছেন কামরূপ মেট্রো মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।
নয়াদিল্ল, ১২ ডিসেম্বর (হি.স.) : অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার দায়েরকৃত ফৌজদারি মানহানি মামলা বাতিলের আবেদন জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে হোঁচট খেলেন দিল্লির উপমুখ্যমন্ত্ৰী মণীষ সিসোদিয়া। অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার দাখিলকৃত মানহানি মামলা বাতিল করতে মণীষ সিসোদিয়া যে আবেদন জানিয়েছিলেন আজ তা সপাঠ খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের বিচারপতি।
গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : অসমের কামরূপ মেট্রোপলিটন জেলার একটি আদালতের গুয়াহাটি পুলিশকে হিন্দু পুরুষদের বিয়ে সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য লোকসভার সদস্য এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ।
বাঘবর (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : বরপেটা জেলার কানারা সত্রে জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে প্রশাসনকে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আটক করেছে স্থানীয় বাঘবরের বিধায়ক শেরমান আলিকে। এদিন প্রায় ৮০ বিঘা জমি বেদদখলমুক্ত করেছে প্রশাসন।
নয়াদিল্ল, ২৭ ডিসেম্বর (হি.স.) : অসমে বিধানসভা এবং সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা পুনর্নিধারণ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
আগরতলা, ২৮ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা বিধানসভার আরও এক বিধায়ক পদত্যাগ করেছেন। বিজেপি বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল এদিন অধ্যক্ষের অনুপস্থিতিতে রাজ্য বিধানসভা সচিবের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *