জম্পুইজলার রতনপুর হাই সুকলে পঠন পাঠন লাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্য সরকার যেখানে সরকারি অফিস আদালত সুকল কলেজসহ সর্বত্র কর্মসংসৃকতির উন্নতি ঘটাতে প্রয়াস চালাচ্ছে সেক্ষেত্রে ভিন্ন চিত্র পরিলক্ষিত হল জম্পুই জলার রতনপুর হাই সুকলে৷ বর্তমান সরকারের আমলে আগের তুলনায় অনেকটাই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেছে৷ কিন্তু গ্রামীন এলাকার এমন কিছু বিদ্যালয় রয়েছে যা বিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো লাটে উঠেছে৷ জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত রতনপুর হাই সুকল থেকে শিক্ষা ব্যবস্থার চরম দৃশ্য উঠে আসলো৷ ওই বিদ্যালয়ে দুপুর বারোটা বাজার আগেই বিদ্যালয় বন্ধ করে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা৷ বিদ্যালয়ের রুটিন অনুসারে সকাল আটটা থেকে দুপুর একটা ৪৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়টি খোলা রাখার কথা রয়েছে৷ দুপুর বারোটা নাগাদ সাংবাদিকরা এই বিদ্যালয়ে গেলে বিদ্যালয় তালা বন্দী অবস্থায় দেখতে পায়৷ সুকল বন্ধ করে যাওয়ার পথে দুই শিক্ষিকাকে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের সব প্রশ্ণের জবাব এড়িয়ে যাবার চেষ্টা করেন৷ তখন অবশ্য বোঝার বাকি ছিল না বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ততটুকু উন্নত৷ বর্তমান সরকারের এ ধরনের কর্মসংসৃকতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷