ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।আসরের দ্বিতীয় জয়। অলরাউন্ডার প্রীয়াঙ্কা আচার্য-র হাত ধরে। বুধবার প্রীয়াঙ্কার দল ধলাই ওয়ারিয়র্স ৭ উইকেটে পরাজিত করলো ইউনাটেড নর্থ রাইডার্সকে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত বাইজুস মহিলাদের টি-২০ ক্রিকেটে। ইউনাটেড নর্থ রাইডার্সের ৬৮ রানের জবাবে খেলতে নেমে একসময় ম্যাচ নাগালের বাইরে চলে যাচ্ছিল ধলাই ওয়ারিয়র্সের। তখনই ব্যাট ঝলসে উঠে প্রীয়াঙ্কার। এবং ৩ বল বাকি থাকতে দলকে জয় এনে দেন। ঘন কুষাশার জন্য এদিনও ম্যাচ নির্ধারিত সময়ের পর শুরু হয়। ফলে ওভার কমিয়ে ৯ করা হয়। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউনাটেড নর্থ রাইডার্স নির্ধারিত ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান করে। দলের পক্ষে শিউলি চক্রবর্তী ১৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩১ এবং প্রীয়া সূত্রধর ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। ধলাই ওয়ারিয়র্সের পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (২/১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ধলাই ওয়ারিয়র্স। দলের পক্ষে প্রীয়াঙ্কা আচার্য ২১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ (অপ:),দেবযানি দেব ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং অম্বিকা দাস ৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ইউনাটেড নর্থ রাইডার্সের পক্ষে প্রীয়া সূত্রধর (২/৪) সফল বোলার। আসরে ৪ ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেলো ধলাই ওয়ারিয়র্স।
2022-12-28

