ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।জয় পেলো কসমোপলিটন ক্লাব। সুপার লিগের প্রথম ম্যাচে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। বুধবার সুপার লিগের প্রথম ম্যাচে কসমোপলিটন ক্লাব ১৪ রানে পরাজিত করলোও জোলাইবানি স্কুলকে। শ্রীজন বৈদ্য-র দুরন্ত বোলিংয়ে জয় পায় কসমোপলিটন ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথেম ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান করে। দলের পক্ষে দলনায়ক কুনাল দেবনাথ ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং সুদীপ্ত বিশ্বাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। জোলাইবানি স্কুলের পক্ষে খাগিন মোহন ত্রিপুরা (৪/১২), শায়ন ভৌমিক (২/৫) এবং রূপন চক্রবর্তী (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে শ্রীজন বৈদ্য-র (৪/৯) দুরন্ত বোলিংয়ে ৭১ রানে গুটিয়ে যায় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে তুহিন দাস ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং রূপন চক্রবর্তী ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ (অপ:) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে শ্রীজন ছাড়া শান্তনু পাল (২/১৯) সফল বোলার।
2022-12-28

