যথাযোগ্য মর্যাদায় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বুধবার ২৮ ডিসেম্বর রাজ্যে ও যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ উপলক্ষে মূল অনুষ্ঠান হয় আগরতলা কংগ্রেস ভবনের সামনে৷ সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ বুধবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়৷ পতাকা উত্তোলন শেষে কংগ্রেস ভবনের সামনে থেকে পদ ব্রজে  কংগ্রেসের নেতা কর্মীরা গান্ধী ঘাটে যান৷ সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য ইনচার্জ ডঃ অজয় কুমার, জারিতা লাইফ ফ্লাং, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, কংগ্রেস বিধায়ক সুধী প্রায় বর্মন, প্রবীণ নেতা সমীর রঞ্জন বর্মন সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের দলীয় রাজ্য ইনচার্জ ডঃ অজয় কুমার বলেন কংগ্রেস দল যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে৷ কংগ্রেস গান্ধীবাদী দল৷ প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে জেলে যাচ্ছে কংগ্রেসের নেতাকর্মীরা৷ তাতে তাদের কোন  ভ্রুক্ষেপ নেই৷ দেশ ও দেশবাসীর কল্যাণেই কংগ্রেস কাজ করতে চায়৷ এদিন তিনি বিজেপির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনায় মুখর হন৷ তাদের স্বৈরাচারিতা ও সন্ত্রাস মোকাবেলায় কংগ্রেস দল প্রস্তুত রয়েছে বলেও তিনি এদিন বার্তা দেন৷