নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবা দলের উদ্যোগে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ও কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়৷ তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেস দলের নেত্রী জারিতা লিফলেং, সেবা দলের রাজ্য কমিটির সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল, কংগ্রেস দলের খোয়াই জেলা সভাপতি শব্দ কুমার জমাতিয়া সহ তেলিয়ামুড়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক কুমার বৈদ্য সহ কংগ্রেস দলের একঝাঁক নেতা-নেত্রীরা৷ এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের এই রাজ্য কনভেনশনে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সরকার গঠনের ক্ষেত্রে সেবাদল কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবিষয়ে সেবা দলের সমর্থকদের মনোবল সতেজ এবং চাঙ্গা করতে কনভেনশনে উপস্থিত কংগ্রেস দলের নেতৃত্বরা জোরালো ভাষণ রাখেন৷
2022-12-27

