আমবাসা(ত্রিপুরা), ২৭ ডিসেম্বর(হি.স.) : পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা নিরসনের দাবীতে আমবাসা-মড়াছড়া সড়কের হৃদয়বস্তী এলাকায় স্থানীয় মহিলারা পথ অবরোধ করেছেন।
স্থানীয় মানুষের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। এবিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্ত হয়েও প্রতিকার মিলেনি। তাঁদের অভিযোগ, আশ্বাস ছাড়া কিছুই মিলেনি। শুখা মরশুম শুরু হওয়ায় সংকট আরো তীব্র হয়েছে। তাই মঙ্গলবার সকালে আমবাসা-মরাছড়া সড়ক অবরোধ করেছেন।খবর পেয়ে আমবাসা থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে অবরোধস্থলে ছুটে গেছে। মহকুমা প্রশাসনের পক্ষে অবরোধস্থলে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি অবরোধকারীদের আশ্বাস দেন, ১৫ দিনের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। তাঁর আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করে নেন মহিলারা। তবে, ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এভাবেই হুশিয়ারি দিয়ে রেখেছেন।

