গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং পার্শ্ববর্তী রাজ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। ইতিমধ্যে উজান অসমের ডিব্রুগড় জেলার মরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ মঙ্গলবার ভোর এবং সোমবার সন্ধ্যা ৬:০০টায় পর্যন্ত প্রবল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির পর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে জবুথবু সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিককুল। বৃষ্টি হয়েছে দক্ষিণ অসমের কাছাড় জেলা ও সংলগ্ন অঞ্চলেও।
আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, শিলাবৃষ্টির পাশাপাশি আসন্ন ২৪ ঘণ্টার মধ্যে মেঘালয় এবং অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি তুষারপাত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চল জুড়ে পারদ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিজোরামের আইজলে সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং মণিপুরের ইমফলে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আজ গুয়াহাটি, আগরতলা, শিলং শহরের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৯.৪, ২৩.৪ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস, যোগ করেছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র।