মহীশূর, ২৭ ডিসেম্বর (হি. স.) কর্ণাটকে দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রহ্লাদ যখন তার পরিবারের সঙ্গে মহীশূর থেকে বান্দিপুরা যাচ্ছিলেন, তখনি তার গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয় । সড়ক দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রহ্লাদের পরিবারের সদস্যদের মহীশূরের জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, বান্দিপুরা যাওয়ার পথে কর্ণাটকের মহীশূরের কাছে দুর্ঘটনায় পড়ে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কোনওভাবে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এতেই গাড়ির সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কার গাফিলতি ছিল, তা স্পষ্ট নয়। যে ছবিগুলো বেরিয়েছে, তাতে দেখা যায়, গাড়ির সামনের অংশ খারাপ হয়ে গেছে, টায়ারও ছিঁড়ে গেছে।
এর ফলে কমবেশি সকলেই আহত হয়েছেন। আহত হয়েছেন মোদীর ভাই প্রহ্লাদ। তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউও আহত হয়েছেন। তবে সবেচেয়ে বেশি আঘাত পেয়েছে প্রহ্লাদের নাতি। তার পা ভেঙেছে বলে জানা গিয়েছে। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সকলকে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সহ-সভাপতি । তাঁর পক্ষ থেকে রেশনের উচ্চ মূল্যের বিষয়টি বহুবার উত্থাপিত হয়েছে। বলা হয়, মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময়েও প্রহ্লাদের তরফে এই প্রসঙ্গ তোলা হয়েছিল। তিনি চেয়েছিলেন দরিদ্ররা যাতে উপযুক্ত মূল্যে রেশন পান।

