ওয়াশিংটন, ২৭ ডিসেম্বর (হি.স.) : আমেরিকার ইতিহাসে ভয়ঙ্করতম তুষারঝড়! ‘সাইক্লোন বোমা’ অর্থাৎ তুষারঝড়ে বিধ্বস্ত গোটা আমেরিকা। আমেরিকার উত্তরাংশে বিস্তীর্ণ অংশ প্রবল ঠান্ডায় প্রায় জমে গিয়েছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৬০-এ পৌঁছেছে।
দেশের নানা প্রান্তে মাইনাস ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে রয়েছে তাপমাত্রা৷ যার ফলে বরফের চাদরে ঢাকা পড়েছে আমেরিকার অধিকাংশ জায়গা৷ তুষারঝড়ে বুফালোর গোটা শহরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ শুধু তাই নয়, এমনকি জরুরি পরিষেবাও সেখানে পৌঁছতে পারছে না৷ অত্যন্ত শোচনীয় অবস্থা সেখানকার বাসিন্দাদের৷ এখনও পর্যন্ত ১৫ হাজার বিমান বাতিল করতে হয়েছে।
বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে আমেরিকায়, প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন ভাবে বাস করছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তার কোনও নিশ্চয়তা নেই। যত বেশি সম্ভব বাড়ির ভিতরেই থাকুন, এই পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। শীতের পাশাপাশি ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও বেগতিক করে তুলেছে। আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যেও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
যদিও সেখানকার আবহাওয়া দফতর জানিয়েছে, এই তুষারপাত ও ঠান্ডা থেকে এখনই মুক্তি মিলবে না৷ আগামী আরও পাঁচদিন এই আবহাওয়া থাকার সম্ভবনা রয়েছে বলে জানা গিয়েছে৷ খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে গিয়েছে কয়েক হাজার বিমান৷ বিমানবন্দরেও লক্ষাধিক মানুষ আটকে রয়েছেন৷ বন্ধ রয়েছে রেল চলাচলও৷

