মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধ নিয়ে মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভায় প্রস্তাব পেশ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব পাস হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের উচিত কর্ণাটক সরকারকে অনুরোধ করা এবং সীমান্ত এলাকায় মারাঠিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে দায়িত্ব দেওয়া উচিত।
মহারাষ্ট্র বিধানসভা এদিন সর্বসম্মতিক্রমে মারাঠি-ভাষী ৮৬৫টি গ্রামের পাশাপাশি মহারাষ্ট্রের বেলগাওম, নিপ্পানি, কারওয়ার, বিদার এবং ভালকিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাস করেছে, যা বর্তমানে কর্ণাটকে রয়েছে। মহারাষ্ট্রের সরকারের প্রস্তাব পাসকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, আমরা প্রস্তাবকে সমর্থন করেছি। মহারাষ্ট্রের পক্ষে যাই ঘটুক না কেন, আমরা সমর্থন করব। কিন্তু কিছু প্রশ্ন আছে। দুই বছরেরও বেশি সময় ধরে, মানুষজনেরা (সীমান্ত অঞ্চলে বসবাসকারী) নিজেদের মহারাষ্ট্রে অন্তর্ভুক্ত করার দাবি করছে, আমরা সে বিষয়ে কী করছি?

