নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ মঙ্গলবার ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানানো হয়েছে৷ বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে ১৫ পরিবারের ৮১ জন ভোটার বিজেপি, সিপিআইএম, তিপ্রা মথা ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন৷ আগামী ২ তারিখ সোনামুড়ায় একটি যোগদান সভা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ৷ আগামীকাল থেকে শহরে বিভিন্ন কর্মসূচি থাকবে এবং আগামী ১ তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ হবে৷মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদর্শন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, ’আগামীকাল ২৮ ডিসেম্বর বনমালিপুর বিধানসভায় পদযাত্রা সংগঠিত করা হবে এবং আগামী ৩০ ডিসেম্বর ওরিয়েন্ট চৌমুহনিতে পথসভার আয়োজন করা হয়েছে৷সেখানে রাজ্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন৷ প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস জানিয়েছেন, ’সরকারি কর্মচারী বহু দিনের সমস্যা হলো ৭ম পে কমিশন, যতদিন না ৭ম পে কমিশন কার্যকরী হচ্ছে ততদিন পর্যন্ত তারা বঞ্চিত থাকবে৷ ১২ শতাংশ ডিএ ঘোষণা করে সরকারি কর্মচারীদের সমস্যার সমাধান করতে পারবে না৷ আগামী মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে আসছেন৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, বক্সনগর ব্লক সভাপতি জয়দুল হোসেন – সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷
2022-12-27

