সমগ্র শিক্ষা অভিযানের আওতায় ১০০২ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ, শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের চিত্র তুলে ধরলেন খাদ্য মন্ত্রী

আমবাসা(ত্রিপুরা), ২৭ ডিসেম্বর (হি. স.) : সমগ্র শিক্ষার আওতায় কমলপুর মহকুমার ১৮ টি বিদ্যালয়ের ১০০২ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলপুর কমলপুর কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়ে খাদ্য ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়েছেন।

এদিন উদ্বোধকের ভাষণে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, ত্রিপুরায় ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ নতুন নয়। পার্থক্য হলো পূর্বতন সরকারের আমলে কেবলমাত্র বিপিএলভুক্ত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হতো। কিন্তু বর্তমান সরকার সকল ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করছে। এক্ষেত্রে কারোর সাথে বৈষম্য করা হয় না।তাঁর দাবি, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রাধান্য দিয়ে আমূল পরিবর্তন এনেছে। ত্রিপুরার বিভিন্ন স্কুল সিবিএসই-র আওতায় আনা হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্প ত্রিপুরায় সূচনা করা হয়েছে। নতুন নতুন ইংরেজি মাধ্যম বিদ্যালয় খোলা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এভাবে ব্যাপক পরিবর্তন ত্রিপুরার শিক্ষাক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, দ্ব্যর্থহীন ভাষায় বলেন তিনি। এদিকে, আজ চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *