ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল গ্রেফতার, আইসিআইসিআই প্রতারণা মামলায় ধরল সিবিআই

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): আইসিআইসিআই ব্যাঙ্ক প্রতারণা মামলায় ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল ধুতকে গ্রেফতার করল সিবিআই। ওই কাণ্ডে গত সপ্তাহে গ্রেফতার হন ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি চন্দা কোচরও। পাশাপাশি, চন্দার পাশাপাশি তাঁর স্বামী দীপক কোচরকেও গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও দীপককে তার আগেই গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বেণুগোপালের বিরুদ্ধে। সোমবারই গ্রেফতার করা হয় বেণুগোপালকে। সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের ওই ঋণ প্রতারণার মামলা। এ বার পর পর গ্রেফতারির জেরে নতুন মোড় নিল ওই ঘটনা। সিবিআই-এর অভিযোগ, চন্দা এবং দীপক বছর চারেক আগে বেণুগোপালের সংস্থা ভিডিওকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকার বিপুল ঋণ পাইয়ে দিয়েছিলেন।