জম্মু, ২৬ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল এলপিজি সিলিন্ডার ভর্তি একটি ট্রাক। সোমবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলায় ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর ব্যাটারি চিশমা এলাকার কাছে। রামবানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ভোর চারটে নাগাদ গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকাজ চালায় পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল। কিন্তু, প্রাণে বাঁচানো সম্ভব হয়নি দু’জনকে। ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

