সোনারি (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : চড়াইদেও জেলার সোনারিতে হাতির হামলায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোনারির মঞ্জুশ্ৰী চা বাগানের ১০ নম্বর লাইনে সংঘটিত হয়েছে মর্মান্তিক এই ঘটনা। গতরাতে বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে বিকাশ তাঁতি এবং গোবিন্দ তাঁতি নামের দুই যুবকের।
খাদ্যের সন্ধানে লাগোয়া জঙ্গল থেকে লোকালয়ে এসে বুনো হাতির দল বাগানের দুটি ঘরও লণ্ডভণ্ড করেছে। ঘটনার খবর পেয়ে আজ সোমবার সকালে বন বিভাগের রেঞ্জার-কর্মচারী এবং নামতোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও কর্মীরা ঘটনাস্থলে আসলে তাঁদের ঘেরাও করেন ক্ষুব্ধ জনতা।
এদিকে ক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টার মধ্যে হাতির হামলায় বিধ্বস্ত দুটি বসতগৃহ নিৰ্মাণ করে দিতে হবে দাবি তুলে ঘটনাস্থল থেকে নিহত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে পুলিশকে বাধা দিচ্ছেন জনতা। এই খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত রয়েছে।

