কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): রাজ্যে ইতিমধ্যেই কোভিডের চোখ রাঙানি ! সোমবার নিউটাউনে এসে রাজ্যের করোনা পরিস্থিতি পরিস্থিতি নিয়ে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। উদ্বেগ জানান রাজ্যের কোভিড মোকাবিলা ব্যবস্থা নিয়ে।
এদিন তিনি করোনা পরিস্থিতি নিয়ে বলেন, ‘‘মমতার জন্মের আগে থেকে পার্ক স্ট্রিটে লোক আসে। আপনি সেটাকে সিস্টেমে আনুন। যাতে পদপিষ্ট না হওয়ার পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। গঙ্গাসাগর মেলায় লোক পদপিষ্ট হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। আপনি সেটা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। আপনি সেটা করতে পারেন।
করোনা এখনও ভারতে সংক্রমণের মতো জায়গায় আসেনি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দেখা গিয়েছে। মানুষকে বোঝানো উচিত। মাস্ক পরা উচিৎ। ভিড় ভাড় চলতেই থাকবে। মানুষের বেরনোর প্রবণতা বেড়েছে। কেন্দ্র চেষ্টা করছে। রাহুল গান্ধী ভারত জড়ো নিয়ে রাজনীতি করছেন। কোভিড বাড়লে এরাই আবার মোদীকে দায়ী করবে। গোটা বিশ্বকে মোদী দেখিয়ে দিয়েছেন, সঙ্কট কীভাবে মোকাবিলা করতে হয়। মানুষকে কিভাবে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে হয়।’’

