রাজস্থানে রেটিং দাবা ত্রিপুরার মিশ্র ফল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।মিশ্র ফলাফল করলেন ত্রিপুরার দাবাড়ু-‌রা। রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৬০০ লেইক সিটি রেটিং দাবা প্রতিযোগিতায়। ২৩-‌২৫ ডিসেম্বর হয়েছিলো আসর। তাতে ত্রিপুরা থেকে অংশ নেন ৩ জন দাবাড়ু। ৯ রাউন্ডের আসরে রাজস্থানের অমন বেহেরা ৮ পয়েন্ট পেয়ে খেতাব জয় করেন। ত্রিপুরার ৩ দাবাড়ু দিবাকর বনিক, মননোরাজ সরকার এবং স্বপ্নিল দে পেয়েছেন ৪ পয়েন্ট। তাদের রেঙ্কিং যথাক্রমে ২৪০,২৪২ এবং ২৬৪। মোট ৩৯০ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছিলেন। যতটুকু খবর, ওই আসর থেকে ৩ জনেরই কিছুটা রেটিং কমছে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *