নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): আরও বৃদ্ধি পেল মধ্যবিত্তের অর্থ-যন্ত্রণা! দেশের বিভিন্ন রাজ্যে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে মাদার ডেয়ারির দুধের দাম। পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ দেশের প্রায় সব রাজ্যেই বেড়েছে মাদার ডেয়ারির দুধের দাম। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকেই বর্ধিত দামে ক্রেতাদের কিনতে হবে মাদার ডেয়ারির দুধ।
দুগ্ধ সরবরাহকারী সংস্থা মাদার ডেয়ারি সোমবার দুধের দাম বাড়ানর ঘোষণা করেছে। একধাক্কায় মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ান হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে শিশুখাদ্য থেকে মিষ্টির দোকান, সবকিছুতেই প্রভাব পড়বে। দুধের দাম বৃদ্ধির প্রেক্ষিতে অনেক ক্রেতাই অসন্তোষ প্রকাশ করেছেন।