বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর (হি.স.): করোনাকে রুখতে আরও বেশি তৎপর হল কর্ণাটক সরকার। কর্ণাটকে স্কুল ও কলেজে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক, স্কুল ও কলেজের পাশাপাশি থিয়েটারেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, ভয় পাওয়ার কোনও দরকার নেই। শুধুমাত্র সাবধানতা অবলম্বন করতে হবে।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, থিয়েটার, স্কুল ও কলেজে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাব, রেস্তোরাঁ এবং বারগুলিতে নববর্ষ উদযাপনের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হবে। গভীর রাত একটার আগেই শেষ হবে নববর্ষ উদযাপন। রাজ্যবাসীর উদ্দেশে সুধাকর বলেছেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই, শুধু সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে।