এখনই গ্রেফতার নয়, আইন অমান্য মামলায় বিজেপি নেতা-কর্মীকে রক্ষাকবচ হাইকোর্টের

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): মাফুজা খাতুন-সহ ১১ জন বিজেপি কর্মীকে এবার রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের অবকাশকালীন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে।

ওই বিজেপি কর্মীদের গ্রেফতার করা হবে না, এমন কোনও আশ্বাস রাজ্য দিতে পারেনি। সেই কারণেই এই নির্দেশ দেয় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। আদালতের তরফে জানান হয়েছে, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই বিজেপি কর্মীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

প্রসঙ্গত, ২০১৯ সালে উত্তর দিনাজপুরে গঙ্গারামপুরে একটি আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। তাঁরা আগেই এই মামলায় আগাম জামিন পেয়েছেন। কিন্তু, বিজেপির সংখ্যালঘু সেলের কিছু নেতা-নেত্রীর নামে মামলা রুজু করেছিল পুলিশ। সেই তালিকায় রয়েছেন বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক মাফুজা খাতুন-সহ ১১ জন। আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।

এদিন হাইকোর্টে মাফুজা খাতুনদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়। অন্যদিকে সরকার পক্ষের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে সোমবার বিচারপতি অপূর্ব সিনহা রায় রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, এতদিন পরে তাঁদের গ্রেফতার বা হেফাজতে নেওয়ার কী কারণ আছে? কিন্তু তাতে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী।

এরপরই হাইকোর্ট অভিযুক্তদের রক্ষাকবচ দেয়। আগামী ২৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন আদালতের কাছে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।