নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ সোমবার কাকাবাবান শালগরা মন্ডলের অন্তর্গত ১২ নং শক্তি কেন্দ্র এলাকায় একটি দলীয় পার্টি অফিস উদ্বোধনের পাশাপাশি এক জনসভার আয়োজন করা হয়৷ ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেকদিন কোথাও না কোথাও যোগদান সভার আয়োজন করে যাচ্ছেন জেলা বিজেপির সভাপতি অভিষেকের দেবরায়৷ সোমবার ৩৩ কাকড়াবন শালগড়া মন্ডলের অন্তর্গত ১২ নং শক্তি কেন্দ্র এলাকায় একটি দলীয় পার্টি অফিস উদ্বোধনের পাশাপাশি এক জনসভার আয়োজন করা হয়৷ সেখানে সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে চার পরিবারের ১২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন৷ এদিন নবাগত দলত্যাগী ভোটারদের ভারতীয় জনতা পার্টিতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন জেলা বিজেপি সভাপতি অভিষেকের দেবরায়৷ ছিলেন জেলা ওবিসি মোর্চার সভাপতি উমাকান্ত বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা৷
2022-12-26

