ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।শিউলি চক্রবর্তীর হাত ধরে জয় অব্যহত রাখলো ইউনাটেড নর্থ রাইডার্স। ৭ উইকেটে পরাজিত করলো ওয়েল্ট ত্রিপুরা টাইটার্সকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বাইজুস মহিলাদের টি-২০ ক্রিকেটে। রবিবার মেলাঘরের শহীদ কাজল ময়দানে হয় লো-স্কোরিং ওই ম্যাচটি। সকালে ইউনাটেড নর্থ রাইডার্স-এর অধিনায়িকা টসে জয়লাভ করে বিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক তা বুঝিয়ে দেন দলের বোলারররা। সকালের স্যাচস্যাতে আবহাওয়াকে পুরো কাজে লাগিয়ে বিপক্ষকে গুটিয়ে দেয় মাত্র ৪৬ রানে। দলের পক্ষে মেঘা সরকার ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং তনুশ্রা সাহা ৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দলের তারকা ব্যাটসম্যামন সুলক্ষ্মণা রায়, নিকিতা সরকার এবং ঋজু সাহা-রা ব্যর্থ হওয়ায় দল বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। ইউনাটেড নর্থ রাইডার্সের পক্ষে দলনায়িকা শিউলি চক্রবর্তী (৪/১২) এবং প্রীয়া সূত্রধর (২/২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইউনাটেড নর্থ রাইডার্স। দলের পক্ষে প্রীয়া সূত্রধর ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান।ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সের পক্ষে তনুশ্রী সাহা (২/৯) সফল বোলার। বিজয়ী দলের শিউলি চক্রবর্তী ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
2022-12-25

