ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। সাংবাদিক ক্রিকেটারদের দল জয়ে ফিরেছে। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৩ উইকেটের ব্যবধানে মজাদার জয় পেয়েছে। হার-জিতকে উপেক্ষা করে ছুটির দিনে স্পোর্টিং আমেজে বিনোদনমূলক কয়েক ঘণ্টা কাটানোর মধ্য দিয়ে দু’দলের পারস্পরিক মেলবন্ধন আরো অটুট হওয়াটাই ছিল মূল লক্ষ্য। কার্যত খেলা শেষে ট্রফি হাতে দু’দলের সম্মিলিত ও উচ্ছ্বাসপূর্ণ ফটোসেশনে এটাই যেন প্রমাণিত হয়েছে। খেলার শুরুতে টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে এসবিআই রিক্রিয়েশন ক্লাব ১৩ ওভার ১ বল খেলে ৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে নীতিশ গোস্বামীর সর্বাধিক ২৪ রান, মধুর নারায়ণের চৌদ্দ রান উল্লেখযোগ্য। যেআরসির বোলার দিব্যেন্দু আজ দুর্দান্ত বল করেছে। ১৩ বল করে ১৩ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নিয়ে দিব্যেন্দু ম্যাচের সেরা বোলারের ট্রফিও জিতে নিয়েছে। এছাড়া, জাকির হোসেন দুইটি এবং অভিষেক দে একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ওভার ফুরিয়ে যাওয়ার আট বল বাকি থাকতে সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে তাপস দেব অপরাজিত ভূমিকায় সর্বাধিক ৩২ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি সর্বাধিক রান ও ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি জিতে নিয়েছে। টিম এসবিআই-এর বোলার নিতিশ গোস্বামী এবং অবনীশ দেওয়ান দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, অরিঞ্জিৎ মজুমদার, সুকান্ত দাস ও অরুপ সূত্রধর একটি করে উইকেট পেয়েছেন। খেলা শেষে এসবিআই ম্যানেজার মধুর নারায়ন, এসবিআই ও এ সেক্রেটারি সঞ্জয় দত্ত, প্রমথেশ রায়, জেআরসি-র প্রেসিডেন্ট সুপ্রভাত দেবনাথ, ক্রীড়া সাংবাদিক অরিন্দম চক্রবর্তী প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। আগামী দিনেও এধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়ে ব্যবস্থাপক হিসেবে টিম এসবিআই ও জেআরসি-র পক্ষ থেকে যথাক্রমে সচিব অভিষেক দে এবং সঞ্জয় দত্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
2022-12-25