প্রাক্তন প্রধানন্ত্রী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): রবিবার অটল বিহারী বাজপেয়ীর ৯৮ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন, ভারতে তাঁর অবদান অবিরাম। বাজপেয়ী ৯০-এর দশকে বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় নিয়ে আসেন এবং ছয় বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

এদিন মোদী টুইট করেছেন, “অটলজিকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা। ভারতে তাঁর অবদান অমলিন। তাঁর নেতৃত্ব এবং দৃষ্টি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।” এছাড়াও তিনি স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষাবিদ মদন মোহন মালভিয়ার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *