‘অনেক দেশে বাড়ছে কোভিড, সতর্ক থাকুন’, দেশবাসীকে বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): রবিবার বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে কোভিড নিয়ে সতর্কতা বৃদ্ধির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘অনেক দেশেই ফের নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। সব প্রতিরোধমূলক পদক্ষেপ করতে হবে।’ সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি ভারতবাসীকে মাস্ক পরতে এবং হাত ধোয়ার আর্জি জানান। তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বের অনেক দেশেই করোনা বাড়ছে, তাই আমাদের মাস্ক পরতে হবে এবং হাত ধোয়ার মতো সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। আমরা যদি সজাগ থাকি, তাহলে আমরা নিরাপদে থাকব এবং আমাদের উৎসবে কোনও বাধা আসবে না।’

মোদী আরও বলেন, ‘গত কয়েক বছরে আমরা স্বাস্থ্য খাতে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে এসেছি। আমরা ভারত থেকে গুটি বসন্ত এবং পোলিও-জাতীয় রোগ নির্মূল করেছি। এই রোগ এখন বিহার ও ঝাড়খণ্ডের মাত্র ৪টি জেলায় আছে।’ প্রসঙ্গত, চিন ছাড়াও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হু হু করে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই আবহে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করে ব়্যান্ডম স্যাম্পলিং করতে বলেছে।