জলপাইগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে উলটে গেল ট্রাক

রাজগঞ্জ, ২৫ ডসেম্বর (হি.স.) : বড়দিনের সকালে জলপাইগুড়ির রাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে উলটে গেল একটি ট্রাক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাকের চালক ও সহকারী চালক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সাহুডাঙ্গির নাউয়াপাড়া ট্রাফিক পয়েন্টের কাছে ক্যানাল ব্রিজের উপর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গজলডোবা ফুলবাড়ি ক্যানাল রোডে নাউয়াপাড়া চৌরাস্তার মোড়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বুথ রয়েছে। লাইট সিগন্যালের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিন সকাল ৭টা নাগাদ একটি খালি ট্রাক গন্ডার মোড়ের দিক থেকে সাহুডাঙ্গির দিকে যাচ্ছিল। ওই চৌরাস্তার মোড় পার হওয়ার সময় আমবাড়ি অভিমুখী পণ্যবোঝাই একটি ট্রাক খালি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে। এতে খালি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সেতুর উপর উল্টে যায়। অল্পের জন্য ট্রাকটি সেতু থেকে জলে পড়ে যায়নি। ট্রাক দুটি হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।