ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের উদ্যোগে ৩য় অরুন কান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস চ্যাম্পিয়নশিপ মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন স্কুলের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। বালিকাদের বিভাগের ফাইনালে ডন বসকো স্কুলের অভিষিক্তা চৌধুরী ৬-০ ও ৬-০ সেটে অক্সিলিয়াম গার্লস স্কুলের দিয়া দেববর্মাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে সেমিফাইনালে সৃজন পুরকায়স্থ ৬-২, ৬-০ সেটে প্রণীল ঘোষ এবং অভিরুপ সরকার ৬-৪ , ৬-৭ ও ৬-৩ সেটে রামগোপাল দেবনাথকে হারিয়ে ফাইনালে উঠে।
ফাইনালে সাই ইন্টারন্যাশনাল স্কুল এর অভিরূপ সরকার ৬-৭, ৬-১ ও ৭-৬ সেটে কেন্দ্রীয় বিদ্যালয় এর শ্রীজন পুরকায়স্থকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচগুলি পরিচালনা করেন চিফ রেফারি অরূপ রতন সাহা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন এসোসিয়েশনের সহ সভাপতি প্রনব চৌধুরী, সম্পাদক সুজিত রায়, যুগ্ম সম্পাদক তড়িৎ রায়, যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা, কোচ চিন্ময় দেববর্মা, সদস্য মৃন্ময় সেনগুপ্ত প্রমূখ। এই টুর্নামেন্টে সুষ্ঠ ও সুন্দর ভাবে সুসম্পন্ন হওয়ায় চিফ রেফারী অরূপ রতন সাহা সহ অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক সুজিত রায়।
আজ সকালে স্টেট টেনিস কমপ্লেক্স প্রাঙ্গণে রাজ্যের প্রখ্যাত আ্যথলেট অমিয় কুমার দাস এর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্য সরকার এর সচিব অভিষেক সিং (আই.এস)। উপস্থিত ছিলেন রাজ্যের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রভারঞ্জন চৌধুরী, রাজ্য সরকার এর প্রাক্তন আধিকারিক শৈলা দাস এবং ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের কর্মকর্তাগন।