থেনি, ২৪ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর থেনি জেলায় ৪০ ফুট গভীর গর্তে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন পুণ্যার্থীর, এছাড়াও দু’জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ বছরের একটি বালকও রয়েছে। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে থেনি জেলার কুমুলি পর্বত গিরিপথে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট গভীর গর্তে পড়ে যায় গাড়িটি।
শবরীমালা মন্দির দর্শনের পর শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন ১০ জন আয়াপ্পা ভক্ত, তাঁদের বাড়ি আনদিপাট্টির কাছে সাম্মুগাসুন্দরপুরম গ্রামে। কুমুলি মাউন্টেন রোডে ইরাইচালপালমের কাছে ছিলেন তাঁরা। জেলাশাসক কে ভি মুরলীধরণ জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট গভীর গর্তে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের, দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

