নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ ফের উত্তপ্ত ঋষ্যমুখ বিধানসভাকে কেন্দ্রের মতাই চম্পকনগরের করাইল্লা বাড়ি এলাকায়৷ বিজেপি ও তিপ্রা মথার সংঘর্ষে আহত একাধিক৷ রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে৷ বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষের ঘটনাকে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সুরও চড়িয়ে ধিক্কার মিছিল সভা করা হয়৷ জানা যায়, শুক্রবার রাতে ঋষ্যমুখ বিধানসভাকে কেন্দ্রের মতাই চম্পক নগরের করাইল্লা বাড়ি এলাকায় তিপ্রা মথা ও শাসক বিজেপি দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে৷ তিপ্রা মথা দলের পক্ষ থেকে অভিযোগ দলীয় কর্মসূচি সেরে বাড়িতে যাওয়ার পথে নাকি তিপ্রা মথা কর্মীদের ওপর হামলা চালায় শাসক দল বিজেপির কর্মীরা৷ এই হামলার ফলে আহত হয় সুবল ত্রিপুরা, সম্রাট ত্রিপুরা, সুরেশ ত্রিপুরা নামে তিপ্রা মথার কর্মী৷ আহতদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসার পর সুবল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়৷
2022-12-24