বারাণসী, ২৪ ডিসেম্বর (হি.স.): শনিবার বারাণসী পৌঁছেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা। দুই দিনের সফরে আসা লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে বাবতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে বিজেপি নেতারা স্বাগত জানান।বিমানবন্দর থেকে সরাসরি বারেকা গেস্ট হাউসে পৌঁছেন লেফটেন্যান্ট গভর্নর। যেখানে কিছুক্ষণ বিশ্রামের পর নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে রওনা হন তিনি। কর্মসূচীতে অংশগ্রহণের পর সন্ধ্যায় মনোজ সিনহা গাজীপুরের সিকান্দারপুরের নিজ বাসভবনে পৌঁছে রাতে বিশ্রাম নেবেন। এরপর ২৫ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় মা দুলেশ্বরী নেত্রালয় বকসুপুর (গঙ্গার পুল মার্গ) উদ্বোধন করবেন। তার পরেই পিজি কলেজ শিখডি পৌঁছবেন সাবরি। এর পর পন্ডিত মদন মোহন মালব্য ইন্টার কলেজ শিখডি পৌঁছে দুপুর ১২.১০ মিনিটে বার্ষিক অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকাল ৩টায় বাবতপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। বাবতপুর বিমানবন্দর থেকে বিমানে করে জম্মু ও কাশ্মীরে তিনি ফিরবেন।
2022-12-24