বারাণসী, ২৪ ডিসেম্বর (হি.স.): শনিবার দুপুরে কাশীপুরাধিপতির দরবারে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। পরিবারের সাথে তিনি বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে নিয়ম অনুসারে পূজা করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনি বাবা বিশ্বনাথের দরবারেও গিয়েছিলেন।
এই সময় তিনি সপ্ত ঋষি আরতি দেখেন। আরতি শেষে তিনি সপরিবারে বাবা শ্রী কাশী বিশ্বনাথের পূজা করেন এবং পরিবার ও দেশের সুখ-শান্তি কামনা করেন। শ্রী কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করার পরে প্রাক্তন প্রধানমন্ত্রীও মাতা বিশালাক্ষীর দরবারে যান। তিনি মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরের অতিরিক্ত মুখ্য নির্বাহী কর্তা নিখিলেশ কুমার মিশ্র প্রাক্তন প্রধানমন্ত্রী সহ পরিবারের সকল সদস্যদের অঙ্গ বস্ত্র, রুদ্রাক্ষের মালা এবং প্রসাদ প্রদান করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতেও অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দশাশ্বমেধ ঘাটে পরিবারের সঙ্গে গঙ্গা আরতি প্রত্যক্ষ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হুইলচেয়ারে করে ঘাটে আসেন। এখানে আড়াই ঘণ্টা বসে ভক্তিভরে গঙ্গা আরতি দেখতেন।

