অরুন ভৌমিক টেনিস আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।।৩য় বারের মতো আয়োজিত অরুন কান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস প্রতিযোগিতা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হচ্ছে। মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আসর। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে।  ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এ খবর জানিয়েছেন। তিনি বলেন, “আসরকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত। ব্যাপক সাড়া পাওয়া গেছে এবারের আসরকে নিয়ে”।‌‌‌ অংশগ্রহণকারী খেলোয়ারদের আগামীকাল সকাল ৯ টায় চীফ আম্পায়ার অরূপ রতন সাহার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।