নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): আরজেডি নেতা আব্দুল সিদ্দিকীর বিতর্কির মন্তব্যের সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “এটা ঠিক যে ভারতে ঘৃণা বেড়েছে, কিন্তু দেশ ছেড়ে যাওয়া কোনও সমাধান নয়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঘৃণাকে উৎখাত করতে হবে। এই দেশকে বাঁচতে হলে সব ধর্মের মানুষকে ভ্রাতৃত্ববোধ পালন করতে হবে।”অনুচ্ছেদ ৩৭০ ও উপত্যকায় সন্ত্রাসবাদ সম্পর্কে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেছেন, সরকার বলেছিল ৩৭০ ধারা তুলে দিলেই সন্ত্রাসবাদের অবসান হবে। এটি অপসারণের পর থেকে কত বছর হয়েছে? সন্ত্রাসবাদ কী (উপত্যকায়) শেষ হয়েছে?
2022-12-23