অমৃতসর, ২৩ ডিসেম্বর (হি.স.): বিগত ৩-দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, পঞ্জাবের অমৃতসর সেক্টরে ফের ড্রোন গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকালে পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসছিল একটি ড্রোন, সেই ড্রোনটি দেখতে পাওয়া মাত্রই গুলি চালান বিএসএফ জওয়ানরা। সকাল ৭.৪৫ মিনিট নাগাদ অমৃতসর সেক্টরের পুলমোরান বর্ডার পোস্টের কাছে ড্রোনটি উড়ে দেখা যায়।
বিএসএফ-এর ২২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের গুলিতে ড্রোনটি মাটিতে আছড়ে পড়ে। ওই এলাকায় সম্ভবত আরও একটি ড্রোন ছিল, সেই ড্রোনটি অবশ্য খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে বিগত ৩-দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তান থেকে অমৃতসর সেক্টরে ঢুকে পড়ল পাক ড্রোন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি ড্রোন অমৃতসর সেক্টরের ডাওকে বর্ডার আউট পোস্টের কাছে উড়তে দেখা যায়, সেই ড্রোনটিও গুলি করে নামান বিএসএফ জওয়ানরা।