উত্তর সিকিমে জওয়ানদের মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : পথ দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে তিনি লিখেছেন, “উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় ১৬ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’

প্রসঙ্গত, শুক্রবার এক পথ দুর্ঘটনায় মারা গেলেন ভারতীয় সেনার ১৬ জন জওয়ান। এর মধ্যে তিনজন আধিকারিক পদের ছিলেন এবং বাকি ১৩ জন ফৌজের ছিলেন বলে সূত্রের খবর। উত্তর সিকিমের জ়েমাতে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি। আহতদের আকাশপথে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।