নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.) : নির্দিষ্ট সময়ের ৬-দিন আগেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। ২৩ ডিসেম্বর, শুক্রবারই ছিল সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দিন। এদিনই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। এদিকে, সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দিন, সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিহারের বিজেপি সাংসদ। বিষমদ খেয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে, এটাই ছিল তাঁদের দাবি।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশন, শেষ হওয়ার কথা ছিল আগামী ২৯ ডিসেম্বর। কিন্তু, এক সপ্তাহ আগে অর্থাৎ শুক্রবারই সমাপ্ত হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। এবারের শীতকালীন অধিবেশনে তাওয়াং ইস্যুতে উপর্যুপরি উত্তাল হয়েছে সংসদের উভয়কক্ষ। বেশ কিছু বিল পাসও হয়েছে।