গুরুগ্রাম, ২৩ ডিসেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রায় উৎসাহ-উদ্দীপনা অক্ষুন্নই। শুক্রবার সকালে হরিয়ানার গুরগাঁও (গুরুগ্রাম) জেলার সোহনা তালুকার খেরি লাল গ্রাম থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা, প্রথম পর্যায়ে হরিয়ানায় শুক্রবারই এই পদযাত্রার তৃতীয় ও অন্তিম দিন। বিগত দু’দিনের মতো শুক্রবারও ভারত জোড়ো যাত্রায় অংশ নেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস ভূপিন্দর সিং হুডা। এদিন আবার পদযাত্রায় অংশ নেন ডিএমকে-র কানিমোঝি।
রাহুল গান্ধীর নেতৃত্বে সকাল ৬টা থেকে সোহনা তালুকার খেরি লাল গ্রাম থেকে এগিয়ে যেতে থাকে পদযাত্রা। কানিমোঝিকে বিভিন্ন সময়ের রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে দেখা যায়। সকালের প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই, রাহুলের সঙ্গে পদযাত্রায় পা মেলান রণদীপ সিং সুরজেওয়ালা এবং কুমারী সেলজাও। উৎসাহ ছিল কংগ্রেস কর্মীদের মধ্যেও।