নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): কোভিডের ফের সংক্রমণ নিয়ে কেন্দ্রীয় সরকার যে যথেষ্ট উদ্বিগ্ন, তা বোঝা যাচ্ছে রোজ জরুরি আলোচনার মধ্য দিয়েই। আজ শুক্রবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া দুপুর ৩টের সময় সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন করে কোভিড যুদ্ধের প্রস্তুতিতে আগামী মঙ্গলবার দেশজুড়ে হাসপাতালগুলিতে মহড়া হবে। অর্থাৎ হাসপাতালগুলি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কিনা তা খতিয়ে দেখা হবে।সরকার ইতিমধ্যেই চিনের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। গত ২ বছরের অভিজ্ঞতা থেকে কোভিড যাতে বেশি মাত্রায় ছড়িয়ে না-পড়তে পারে, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গতকালের বৈঠকে সব হাসপাতালকে কোভিড যুদ্ধে কোমর বেঁধে নামতে পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে, কোভিড টিকাকরণে কেন্দ্রের ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া বলেছেন, কোউইন অ্যাপেও নাকে ড্রপ দেওয়া এই টিকাকে যোগ করা হবে। সরকারি সূত্র জানিয়েছে, ন্যাজাল ভ্যাকসিনকে সরকার অনুমোদন দিয়েছে। এটি একটি ভিন্নধর্মী বুস্টার এবং প্রথমদিকে কেবলমাত্র বেসরকারি হাসপাতালেই এই টিকা পাওয়া যাবে। শুক্রবার সন্ধ্যা থেকেই কোভিড টিকাকরণ কর্মসূচিতে এই টিকাকে যুক্ত করা হয়েছে।