নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): স্বাস্থ্যসেবাকে সামগ্রিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার সকালে “সুস্থ ভারত”-এর স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য বিজেপি সরকারের প্রচেষ্টার উপর এক সাংবাদিক সম্মেলন করেন সিন্দিয়া। তিনি এদিন বলেছেন, “এক দেশ, এক স্বাস্থ্য প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সম্মিলিতভাবে কোভিড ব্যবস্থাপনা ও পরিচালনা করা হয়েছে। এই সোমবার পর্যন্ত ২২০ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।”
চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্ৰমণ বৃদ্ধিতে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, “এ বিষয়ে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার কোভিডের প্রস্তুতির বিষয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পৌরোহিত্য করেছেন।” এদিন ড্রোনের সুফল তুলে ধরেছেন সিন্ধিয়া। তাঁর কথায়, “প্রত্যন্ত অঞ্চলে রক্ত, ভ্যাকসিন ও ওষুধ পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ২০১৪ সালে মাত্র ৬টি এইমস ছিল এবং বর্তমানে আমাদের দেশে ২২টি এইমস রয়েছে৷ এমবিবিএস-এর আসন ৯০ শতাংশ বাড়ানো হয়েছে।”

