নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): আগামী ১ থেকে ১৫ জানুয়ারি রাজধানী দিল্লিতে বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল। দিল্লির শিক্ষা অধিদফতর এই ঘোষণা করেছে। তবে, অধিদফতরের জারি করা একটি সার্কুলার অনুসারে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য ”প্রতিকারমূলক ক্লাস” ২ থেকে ১৪ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
প্রতিকারমূলক ক্লাসের উদ্দেশ্য হল সিলেবাস রিভাইস করা এবং শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি করা। এই ক্লাসগুলি শিক্ষার্থীদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বিষয়গুলির প্রাথমিক ধারণাগুলি ঝালাই করে নিতে সহায়তা করবে। প্রতিকারমূলক ক্লাসের জন্য সকালের সময়ে শিক্ষকদের উপস্থিত থাকতে হবে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পড়ুয়াদের উপস্থিত থাকতে হবে সকাল ৮.৩০ মিনিট থেকে ১২.৫০ মিনিট পর্যন্ত। সন্ধ্যাতেও হবে এই ধরনের ক্লাস।