লিঙ্গ ভিত্তিক বৈষম্যের অবসান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷  এিপুরা আরবান লাইভলিহুড মিশন এর উদ্যোগে বুধবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে  -লিঙ্গ ভিওিক বৈষম্যের অবসান শীর্ষক একদিনের সচেতন মূলক কর্মশালার আয়োজন করা হয়৷  এই কর্মশালায় উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার শম্পা সেন সহ অন্যান্যরা৷ লিঙ্গের বৈষম্যের কারণে একটা অংশ সামাজিক, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়৷ এই বৈষম্যের বিরুদ্ধে সচেতন করতে হবে মহিলাদের৷ তাদের অধিকার, সমস্যার প্রতিকার, প্রতিরোধ বা প্রতীবাদ করার ক্ষেত্রে সরকারী এবং বেসরকারি ভাবে উদ্যোগ নিতে হবে বলে জানান মেয়র৷