ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।।স্থগিত রাখা হলো দিনের ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে আম্পায়ার এবং স্কোরার ওয়ার্কশপ এর জন্য। এর জন্য মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের দিনের দুটি ম্যাচ স্থাগতি রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে যথারীতি পূর্ব সূচী অনুযায়ী দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুঅং মগ এক বিবৃতিতে এখবর জানান। তিনি জানান, পরবর্তী সময়ে স্থগিত থাকা ম্যাচের নতুন সূচী ঘোষনা করা হবে।
2022-12-21

