লখনউ, ২১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ে রাস্তা থেকে পিছলে গোমতী নদীতে পড়ে গেল একটি। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িতে মোট ৪ জন ছিলেন, তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহানগর থানা এলাকায়, বৈকুন্ঠ ধাম নদীর তীরের উল্টোদিকে। বিকাশ নগরের দিকে যাচ্ছিল গাড়িটি, রাস্তায় কাঁদা থাকায় গাড়ির চাকা পিছলে যায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীতে পড়ে যায়।
ডিএম সূর্যপাল গাংওয়ার জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ৪ জন ছিলেন, দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, রাস্তায় কাঁদা থাকায় গাড়ির চাকা পিছলে যায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীতে পড়ে যায় গাড়িটি। জেলাশাসক জানিয়েছেন, উদ্ধার হওয়া দু’জন হলেন-দুষ্যন্ত ও অভিষেক। রাহুল ও মীনার খোঁজ পাওয়া যায়নি। গোমতী নগরে একটি বিউটি পার্লার চালাতেন ৪ জন। গাড়িটিতে একটি কুকুরও ছিল, সেই কুকুরটির মৃত্যু হয়েছে।

