কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): কম্বল বিতরণ কাণ্ডে পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী চৈতালি তিওয়ারি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সেই মামলার সূত্র ধরে মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ। এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চৈতালী। বুধবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।
ইতিমধ্যেই এই মামলায় চৈতালি তিওয়ারিকে নোটিস দিয়েছে পুলিশ। বাড়িতে গিয়ে পুলিশ কাউকে না পাওয়ায় বাড়ির বাইরে সেই নোটিস আটকে দেওয়া হয় পুলিশের তরফে। আসানসোল উত্তর থানার পুলিশ ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জেরা করতে চেয়ে এই নোটিস দেয়। যাবতীয় নথি নিয়ে হাজির হওয়ার জন্য় বলা হয়েছিল।
গত ১৪ ডিসেম্বর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী কাউন্সিলর চৈতালি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। আসানসোল উত্তর থানায় একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তাঁদের বিরুদ্ধে।
জিতেন্দ্র এই ঘটনাকে, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, মৃত্যুকে সামনে রেখে নোংরা রাজনীতি করছে তৃণমূল। তিনি বলেছেন, তৃণমূল পুলিশকে দিয়ে যা করাচ্ছে, তা ঠিক করছে না ভুল করছে, তা ঠিক করবে আসানসোলের মানুষ। তিনি আরও উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারছে না বলে রাগ রয়েছে তৃণমূলের। সে কারণেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে।

