জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ গুগল কর্তা পিচাইয়ের, ডিজিটাল রূপান্তর-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ভারতে এসে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই। আর মঙ্গলবার সুন্দর পিচাই সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে। জয়শঙ্কর ও সুন্দরের মধ্যে ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক কৌশলগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের মধ্যে ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক কৌশলগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, ব্যবসা এবং শিল্প বিভাগে অবদানের জন্য চলতি মাসেই ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ দেওয়া হয় পিচাইকে।