রাজস্থানের আলওয়ারে শুরু ভারত জোড়ো যাত্রা, অংশ নিলেন অশোক গেহলট ও চান্নি-সহ অনেকেই

আলওয়ার, ২০ ডিসেম্বর (হি.স.): কংগ্রসের নিজেদের গড় রাজস্থানের আলওয়ারে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। মঙ্গলবার সকালে রাজস্থানের আলওয়ারের বুর্জা গ্রাম থেকে শুরু হয় পদযাত্রা। রাহুল গান্ধী ও অন্যান্যদের সঙ্গে পদযাত্রায় যোগ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। রাস্তার দু’ধারে সদস্য-সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

ভারত জোড়ো যাত্রার ইতিমধ্যেই ১০০ দিন সম্পন্ন হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা এখন রাজস্থানে চলছে, কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে তো উৎসাহ রয়েছেই, সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এদিনও রাস্তার দু’ধারে সাধারণ মানুষের দিকে হাত নাড়তে নাড়তে পদযাত্রায় হাঁটতে থাকেন রাহুল গান্ধী।