কাংড়া, ১৯ ডিসেম্বর (হি.স.): চিনে ফেরার কোনও মানে হয় না, ভারতই তাঁর পছন্দ। এই মন্তব্য করলেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। সোমবার তাওয়াং ইস্যুতে হিমাচল প্রদেশের কাংড়ায় সাংবাদিকদের মুখোমুখি হন দলাই লামা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতকেই তিনি পছন্দ করেন, ভারতই তাঁর স্থায়ী ঠিকানা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলাই লামা বলেছেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় – চিন আরও নমনীয়। তবে চিনে ফেরার কোনও মানে নেই। আমি ভারতকে পছন্দ করি। এটাই জায়গা। কাংড়া- পন্ডিত নেহরুর পছন্দ, এটাই আমার স্থায়ী বাসস্থান।”

