বিশ্বনাথ (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত সাধারু এলাকায় পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে গণ্ডারের চোরাশিকারি আতাউর রহমান ওরফে বাদশাহ।
পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত আতাউর রহমানকে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করেছে পুলিশ। ঘটনা রবিবার রাতে সংঘটিত হয়েছে।
গতকাল রবিবার নিম্ন অসমের বঙাইগাঁও পুলিশ গণ্ডারের চোরাশিকারি মোস্ট ওয়ান্টেড আতাউর রহমানকে গ্রেফতার করেছিল৷ রতে তাকে বঙাইগাঁও থেকে ১৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিশ্বনাথে নিয়ে আসার পথে সাধারু এলাকায় সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামে। সঙ্গে অবশ্য পুলিশকর্মীও ছিসেন। কিন্তু আচমকা পুলিশকর্মীর চোখে ধুলো দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে আতাউর৷ তখন তাকে রুখতে পুলিশকে গুলি চালাতে হয়। বাদশাহ বিশ্বনাথ জেলার চতিয়ার ১ নম্বর আদাভেটি গ্রামের বাসিন্দা৷

